আমাদের ছোট মনে করো না

আমাদের ছোট মনে করো না

      লাবিব ইসলাম

আমাদের ছোট মনে করো না,
আমাদের আছে বড় সপ্ন।
আমাদের আছে দেশের উন্নতির সপ্ন,
মানুষকে জাগানোর তীব্র শক্তি।
ছোট বলে মোদের দূরে ঠেলে দিও না,
আমরাও মানুষ, তোমাদের মত।
আমাদের ছোট মনে করে দিও না মিথ্যা অপবাদ,
তোমার আমার পার্থক্য শুধু টাকার পরিমাপ।
বড় লোকের ঘরে আছে শুধু টাকা,
নাহি তাদের আছে ভালবাসার রেখা।
গরীবের ঘরে না আছে টাকা,
তাতে কত সুখ, কত আনন্দ আছে
আছে কত ভালবাসার রেখা।

No comments

Powered by Blogger.