আমার প্রাণের মা
আবির হোসেন
মা যে আমার প্রাণের মা,
তাকে ছাড়া তো থাকা যায় না।
মা যে আমার চোখের মণি,
ভাবি তাকে নিয়ে সারাক্ষণই।
মাকে দেখলে ভুলে যাই যত কষ্টবেদনা,
মায়ের মত এ ধরাতে অন্য কেহ না।
মা যে আমার এপৃথিবীর সবচে' আপনজন,
মাকে নিয়ে তাইতো আমি ব্যস্ত সারাক্ষণ।
মা যে আমার প্রাণের মা,
তার মত কেউ না।
No comments