আপন সপ্ন
আপন সপ্ন
লাবিব ইসলামপ্রত্যেক মানুষের আছে নিজের সপ্ন।
আর প্রত্যেক সপ্নের আছে ব্যাখ্যা।
মানুষ তার সপ্ন নিয়ে করে গৌরব,
পরবর্তিতে পায় তার সপ্নের দেখা।
নিজের সপ্ন নিজের আশা, বুকের ভেতর বাঁধে বাসা।
প্রতিটি মানুষ চায় তার সপ্ন হোক পূরণ,
এই আশায় বাঁধে ঘর, সুখের জীবন।
নিজের চিন্তা-চেতনা হারিয়ে,
সপ্নের তরে হাত বাড়িয়ে,
সপ্ন একদিন তোমার হবেই হবে পূরণ।
সেদিন বলবে, দু:খ শেষ হলো আমার এ জীবন।
মাঝপথে কভু মেনো না হার,
সদা সরল থেকো, মনে রেখো বারবার।
No comments