ছাত্রভাইদের অসুস্থতা
ছাত্রভাইদের অসুস্থতা
সকালে ঘুম থেকে উঠে দেখি পানি নেই। মসজিদে গেলাম। সেখানে গিয়ে দেখি এসি চলছে,আবার বাহিরে বৃষ্টিও হচ্ছে। আমি আবার এসিতে থাকতে পারি না। তবুও কষ্ট করে থাকতে হবে। এই তো! নামাজের পর পরই বের হয়ে যাবো। নামাজ শেষে মাদ্রাসায় ফিরলাম। অনেক ছাত্রভাই আজ অসুস্থ। হুজুর দরসে এসে থ মেরে গেলেন। বললেন, একি! এত ছাত্র অসুস্থ!! হতাশায় তিনি মুষরে গেলেন।
আমাদের তিনি একটি দু'আ লিখে দিলেন আর বললেন, অসুস্থদের কাছে গিয়ে দু'আটি পড়বে। ইনশাআল্লাহ! অতি দ্রুতই আল্লাহ তাদের আরোগ্য দান করবেন।
আমাদের তিনি একটি দু'আ লিখে দিলেন আর বললেন, অসুস্থদের কাছে গিয়ে দু'আটি পড়বে। ইনশাআল্লাহ! অতি দ্রুতই আল্লাহ তাদের আরোগ্য দান করবেন।
নাজাতুল হক্ব
১ম বর্ষ, মাদরাসাতু উসমান
১ম বর্ষ, মাদরাসাতু উসমান
No comments