জীবন দু'দিনের
জীবন দু'দিনের
হুসাইন আহমাদ
জীবনের জন্য মানুষ জীবনকেই বিলীন করে দেয় এবং সময় মৃত্যুকে আলিঙ্গন করে নেয়,
কিন্তু মৃত্যর জন্য জিবনকে প্রস্তুত করে না। জীবনের স্বার্থকতা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহনের মাঝে। কারণ, মৃত্যুর পরেই শুরু হবে অনন্ত জীবন। যার শুরু আছে কিন্তু শেষ নেই। জীবনকে যাপন করো জীবনের জন্য। তাহলে জীবন তোমার ধন্য হবে। দু'দিনের জীবনকে অনন্ত জীবনের জন্য ব্যয় করি।
No comments