আমার প্রিয় বন্ধু

আমার প্রিয় বন্ধু

      সান্তনা আক্তার

আমার সবচেয়ে প্রিয় বন্ধু বিজয় মিয়া। একই পাড়ায় পাশাপাশি আমাদের দু'জনের বাড়ি। আমরা দু'জন সেই ছোট্টটি থেকে খুব ভালো বন্ধু। আমরা সবসময় একসাথে খেলা করি, নিয়মিত স্কুলে যাই। স্যারও আমাদেরকে খুব ভালবাসেন। আমরা দু'জন মিলেমিশে থাকি। যতই রাগ-অভিমান হোক না কেন! বিপদে আপদে সর্বদা একে অন্যের পাশে থাকি। এই তো প্রকিত বন্ধুর পরিচয়। সকল কাজে সর্বক্ষণে আমরা একে অন্যের সাহায্য করি। আমি তেমনই আমার প্রিয় বন্ধুকে ভালবাসি যেমন সে আমাকে ভালবাসে। এ যেন এক পবিত্র ভালবাসার বন্ধন।


No comments

Powered by Blogger.