অশ্রুর বারিধারা
অশ্রুর বারিধারা
হুসাইন আহমাদমা! তোমাকে এত মনে পড়ছে কেন? আর যখন তোমাকে মনে পড়ে, তখন দু'চোখ হতে এত অশ্রু ঝরে কেন? বলে দাও না মা! আছে কি এর কোন প্রতিকার? মা! তুমি কেমন আছো? আমার না, খুব জানতে ইচ্ছে করে। তোমার জন্য মনটা বড্ড ছটফট করে। কতদিন তোমায় দেখি না। মনটা তাই ব্যকুল হয়ে আছে। মা! তোমাকে ছেড়ে, তোমার স্নেহ-মমতা আর ভালবাসাকে বিসর্জন দিয়ে, একাকী পড়ে আছি মায়া-মমতাহীন এক নৈরাশ্যের মাঝে। নিজেকে বড় অসহায় বলে মনে হচ্ছে। আর এ সময়টাতেই তোমায় সবচে' বেশী মনে পড়ে। আর ঠিক তখনই দু'চোখ বেয়ে ঝরতে থাকে অজস্র বেদনাভরা অশ্রুর বারিধারা। ঝরতেই থাকে। অবাধ স্রোতের মত.....
No comments