টুকরো কথা

টুকরো কথা

শুকরিয়া জ্ঞাপন করছি, তামাম কায়েনাতের স্রষ্টার প্রতি। যিনি তার অশেষ কুদরত দ্বারা এই অকৃতজ্ঞ বান্দাকে নিপুণ সৌন্দর্য দিয়ে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন আকৃতিকে সৃষ্টি করেছেন। অতঃপর এই নস্যাৎ পৃথিবীতে ক্ষনিকের জন্য মুসাফিরের ন্যায় অবস্থান করার মতো সুযোগ করে দিয়েছেন। এবং তাকে পথ চলার জন্য দিক নির্দশনা দিয়েছেন। সেই পথ অতিক্রম করে বান্দা যখন দুনিয়ার আসবাবের প্রতি আসক্ত হয়ে পড়ে। তখনই সঠিক পথের দিশা দিয়ে তিনি অগণিত নাবী-রাসূল পাঠিয়েছেন এ ধরার মাঝে। আর সেই নবুয়্যাতের দরজার উপর একসময় তালা পড়লো। খতম হয়ে গেল আল্লাহর প্রদত্ত হেদায়েতের ধারক-বাহকদের পৃথিবীতে আগমনের পথ। এখন পৃথিবী ছেয়ে গেছে বাতিলের কৃষ্ণ কালো অন্ধ-আঁধারে। জলে-স্থলে সর্বখানে ফাসাদ ছড়িয়ে পড়েছে। চারদিক ধীরে ধীরে বিষিয়ে উঠেছে। ক্রমশই তা বেড়েই চলেছে। যার দারুন আর ঘরে চুপটি মেরে বসে থাকা সম্ভব হলো না। কলমের মাধ্যমে লেখনের তীব্র আঘাতে, বাতিলের মনগড়া চাটুকারদের দাঁত ভাঙা জবাব দিতে বর্তমান শিশু-কিশোরসমাজে দ্বীনের শুভ্র আলো ছড়িয়ে দিতে, এক সমুদ্র কালিকে একমাত্র সঙ্গি করে, উন্মুক্ত আকাশের নীচে, আনন্দ-ভালোবাসা, দুঃখ-বিচ্ছেদ, বেদনা, যন্ত্রণা ধারণ করে। স্রষ্ঠার কাছে সৃষ্টির সেড়া মানবের মর্যাদা নিজের বুকে উন্নীত হবার দৃঢ় মনোবল নিয়ে সুদীর্ঘ যাত্রা শুরু করেছে। আপনাদের সকলের প্রিয়, হৃদয়ের গহীন কোণে শোনামাত্রা অবস্থান করে নেয়া সেই "আল-ইত্তেহাদ" পত্রিকা।

সুতরাং উক্ত পত্রিকার একজন নির্বাহি সম্পাদক হিসেবে আমি এর উত্তর-উত্তর মঙ্গল কামনা করছি। অতি দ্রুত যেন সকলের চোঁখে পড়ার মত মহা আকর্শণীয় কিছু দেখতে পারে। কামনা শুধু এটুকুই। তাওফীক দানের মালিক তো তিনিই। আল্লাহ।

                                                       মাওলানা মো.রুহুল আমিন সাহেব
                                                                     নির্বাহি সম্পাদক           

No comments

Powered by Blogger.