তোমাদের লেথা থেকে সম্পাদকের কথা

তোমাদের লেথা থেকে সম্পাদকের কথা

১) একটি মেয়ের কথা

                    -- শেখ মোছাঃ লিমা আক্তার

কোন বিষয়ের প্রতি লক্ষ রেখেই রচনা লেখা শুরু করবে। আকাশকুসুম কল্পনা করে লেখো, আর ঘটা করে পরিমিত চিন্তার খোরাক দিয়েই লেখো না কেন! মঞল বুষয় থেকে হেরফের না হওয়া চাই। একটু সতর্ক হও। অনেক বড় হবে। ইনশাআল্লাহ!
                                        ----- সম্পাদক

২) ভুতের রহস্য 

                       ---- আবির হুসাইন

একটু গল্প বহুমাত্রার কিছু বিষয়বস্তুর প্রতি ইঙ্গিত করে। আর তাতে যখন অপ্রয়োজনীয় কিছু এলোমেলো শব্দেরা ভীড় করে, তখন তার মূল উদ্দেশ্য বিকৃত হয়ে যায়। সুতরাং এ দিকটার প্রতি খেয়াল রেখো।লেখালেখি চালিয়ে যাও।ভাল কিছু আশা করছি।
                                           ----- সম্পাদক

৩) অদ্ভুত ফ্ল্যাট

                       ---আবির হুসাইন 

গল্পের ধারাবর্ণনা করতে হয় গল্পের ভাবধারা অনুযায়ী। গল্পের বর্ণনাটা কিছুটা অসংগত হলেও মন্দ না। তবে অনুসরণ রীতিটা অন্যের থেকে ধার না করলেই তো পারো!আমাদের দেশের কিছু রেডিও-স্টেশন থেকে এধরনের কল্পকাহিনী শোনা যায়। এগুলো পরিবর্তনযোগ্য।

৪) আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা

                       ---রাশেদুল ইসলাম (সৈকত)

"অন্যের বেলা ঠনঠনা, আর নিজের বেলা ষোলআনা "। নিজের ঘটনা বলে কি এত বিস্তারিত লেখার দায় পড়লো তোমার উপর? বড় হাস্যকর বিষয়। গল্পের সৌন্দর্য বর্ধণ করে বৈ কর্তন করে না, এমন শব্দের ব্যবহারই প্রশংসার যোগ্য। এরচে' বেশী বড্ড অসংলগ্ন দেখায়।কেমন!
                              --- সম্পাদক

৫) অদ্ভুত বাড়ি

                 --- সৈকত ইসলাম

একই ধরনের ভুল প্রতিবার অমার্জনীয়। সুতরাং এ রীতিটা আবশ্যকীয়ভাবে পরিবর্তনযোগ্য। মনোযোগসহ চেষ্টা করলে, বড় হবার কামনাই করবো।
                              ---সম্পাদক

৬) ভুতের রহস্য

                      --- মাহদী হাসান লাবিব

গল্পের শেষটা বড় অনুভূতিহীন, বড্ড শূন্যতা বিরাজ করছে। এরকম আকর্ষণহীন লেখায় পাঠকের বিতৃষ্ণা ধরে যায়। বিষয়টা লক্ষণীয়।
               ---সম্পাদক

৭) ঈদের প্রবাদ

                      ---- শেখ লিমা আক্তার
অন্যের প্রবাদ নিয়ে খেলা না করে নিজেই একটা একটা প্রবাদ তৈরি করে ফেলো না! অন্যেরটা দিয়ে আর কতদিন খাবে? নিজেরটা যখন দেশজুড়ে চর্চা হবে, তখন বুঝবে এতে কী স্বাদ!
      --- সম্পাদক

৮) পরিবার আমার সব

                           --খায়রুল ইসলাম 
অনেকের ডায়েরিতে আজকাল এসব ছন্দ টুকটাক লেখা থাকে। তাই বলে একটা পত্রিকার জন্য এগুলো কেউ পাঠাবে, ভাবিনি কখনো। যাক গে, ভালই হলো।ভাবনার বাইরেও কিছুরও দেখা পেলাম। এ আর তেমন খারাপ কী?
                              ---সম্পাদক


No comments

Powered by Blogger.