সম্পাদকীয়
সম্পাদকীয়
একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তার কচিকাচা মনে সকল বিষয়ের প্রতি একটা গভীর প্রভাব সৃষ্টি হয়। তাই শৈশবের নিষ্কলুষ জীবন থেকেই তার মন-মানসে এমন কিছু চেতনার উদ্রেক হওয়া চাই, যা আজীবন তাকে সৎপথে জীবন পরিচালনা করতে সহায়তা করবে। তার চিন্তা-চেতনা ও ভাবে অনুভবে এমন কিছু ভাবনা ও শিক্ষা থাকা খুব বেশী প্রয়োজন, যাতে তার প্রতিটি পদক্ষেপ হয় সুপরিকল্পিত ও সুশিক্ষিত।চরিত্রের সচ্ছতার সঙ্গে ভাষার সচ্ছতাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে একজন আদর্শ ও পরিপক্ব মানুষরূপে গড়ে উঠতে এই দুইয়ের সমন্ময় অনিবার্য।
"মাসিক আল-ইত্তেহাদ " পত্রিকাটি চলমান প্রজন্মের শিশু-কিশোরদের সেই মানের করে গড়ে তোলার মহৎ ও বৃহৎ লক্ষ্য হাতে নিয়েছে। বাতেলী সর্বশক্তি ক্ষয় করে জগতময় আলোর উষ্ণ আভা ছড়িয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সকলের প্রিয় 'আল-ইত্তেহাদ'। কলুষতাহীন এক সভ্য সমাজ বিনির্মানের লক্ষ্যে সে পূর্ণ সচেতন থাকবে। ইনশাআল্লাহ!
পরিশেষে সুপ্রিয় সদস্য বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা বেশী বেশী লেখা পাঠাও। আর শৈশব জীবন থেকেই নিজের কলমকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলো। কচি হাতটাকে করে সম্পাদকীয় ২য় পর্যায় তোলো অপ্রতিরোধ্য ও শক্তিশালী। উৎকর্ষ সাধনে নিজেকে বিলীন করে দাও। মহান আল্লাহ তা'আলা তাওফীক নসীব করুন। সাহিত্যের চির শুভ্র অঙ্গনে পদচারণার অনন্তর মহা সৌভাগ্য দান করুন। আমীন।
দু'আর দরখাস্ত
আব্দুল্লাহ আল মাহমুদ
'মাসিক আল-ইত্তেহাদ
No comments