ভাবনাতীত কিছু কথা
ভাবনাতীত কিছু কথা
প্রবঞ্চনা, তার চেয়ে বড় ও
কষ্টদায়ক আর একটি বস্তুর নাম হলো, 'আত্মপ্রবঞ্চনা'। সরাসরি তা মানুষের
অন্তরকে দংশন করে। করতেই থাকে। জীবনের সব পদক্ষেপই মানুষেরই
ত্রুটি-বিচ্যুতিমুক্ত হয় না। দরজায় খিল না পরলে মন্দির-মসজিদও অপহরণের কবল
থেকে রেহাই পায় না। তাহলে আমার মত এক নীরিহ-অসহায় বান্দার কলব একটুও অপহরণ
হতে পারে না? একটুও অসতর্ক হতে পারে না? পারে বলেই তো এমন মহাপ্রাচীর আজ
আমার ঘারে নিপতিত হলো। আকাশ ফেটে মাথায় পড়লো। মনটা ভেঙে হলো চৌচির,
চূর্ণবিচূর্ণ। বিদীর্ণ অন্তরটা হা- হুতাশ করছিলো। এছাড়া কীই বা করতে পারি?
জানা-অজানা অতি নগন্য ত্রুটির মাশুলও হতে পারে ভয়াবহ, বড় ভয়ংকর।
No comments