অসহায়ত্বের নিরসন
অসহায়ত্বের নিরসন
বান্দার অসহায়ত্ব সে নিজেই মাঝে মাঝে বোধগোম্য করার শক্তিসামর্থ্য হারিয়ে ফেলে, যেমন আমি হারিয়েছিলাম। শনি গড়িয়ে রবি, তারপর এলো সোম। পরপর তিনদিন পার হয়ে গেলো, হুজুর সেই যে ক্রুদ্ধমন, ভারাক্রান্ত অন্তর নিয়ে দরস থেকে বেড়িয়ে গেলেন। আর এলেন না। আমি অধমও নিজের অসহায়ত্বের কথা বেমালুম ভুলে বসেছি। ভাবখানা এমন ঘরে বাজ পড়লো, তুফানে টিন উড়ে গেলো। আর আমি অঘরে ঘুমিয়েই যাচ্ছি। গতকাল এর অবসান ঘটলো। জানি না, হুজুরের ভারাক্রান্ত অন্তরটা কতটুকু স্বান্তনা লাভ করেছে? কতখানি প্রশান্তির প্রলেপ দিতে সক্ষম হয়েছি? আল্লাহ অধমকে শক্তি দাও, সামর্থ্য দাও।আব্দুল্লাহ আল মাহমুদ
সম্পাদক
No comments