মেয়েটি ও খরগোশ দু'টি
মেয়েটি ও খরগোশ দু'টি
মোছাঃ লিমা আক্তারপ্রায় অনেক দিন আগের কথা। মেয়েটির নাম ছিলো লিমা। বদ্ধ ঘরে চুপটি মেরে একাকী বসে থাকতো মেয়েটি। বড় একা থাকতো মেয়েটি সে। কারো সাথে না কোন দেখা, না কোন কথা। আর না কোন হাসি ঠাট্টা। কিংবা রঙ-তামাশা। বড্ড মন মরা হয়ে ঘরের এক কোণে পড়ে থাকতো সে।
একদিন তার মা কোত্থেকে তার জন্য একটা খরগোশ নিয়ে আসলো একটু হাসিমুখ দেখবে বলে। খরগোশ পেয়ে মেয়েটির আচমকা পরিবর্তন ঘটে গেল। এখন সে সর্বদা হাসিখুশি ও প্রাণবন্ত থাকে।
হঠাৎ একদিন খরগোশটি অসুস্থ হয়ে পড়ে। মেয়েটির মন আবারও খারাপ হয়ে ওঠে। দু'দিন পর তার নানা আবারও তার জন্য আরেকটি খরগোশে নিয়ে আসে। এতে মেয়েটির মন পূর্বের চে' বেশি খুশি হয়।কেননা আগের খরগোশটি ততক্ষণে সুস্থ হয়ে উঠেছে। এবার তার খুশি আর দেখে কে। বড় আনন্দে দিন চলছিলো এভাবে। একদিন মা-মেয়ে সিদ্ধান্ত নিলো গ্রামের বাড়িতে বেড়াতে যাবে। ব্যস, যেমন কথা তেমন কাজ। দু'জন চলে গেল নানাবাড়ি প্রায় দু'বছর পর।
( চলবে )
No comments