অপ্রত্যক্ষ গভীর ভালবাসা
অপ্রত্যক্ষ গভীর ভালবাসা
২৭-০২-১৯ইংঅন্তরের স্নিগ্ধ অনুভূতি বড় প্রশান্তিতে ভরে উঠলো। কারণ, আজ আমার প্রাণপ্রিয় উস্তাদ আমার জন্য দু'আ করলেন। এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। তিনি আমার মত অপদার্থকে পদার্থ বানানোর জন্য বারংবার চেষ্টা-ফিকির চালিয়ে যাচ্ছেন। হার মানছেন না কোনমতেই। আশা ছাড়ছেন না কিছুতেই। তাঁর মত এমন সহানুভূতিশীল দরদী শিক্ষক পাবো কোথায়? যিনি আমাকে এত ভালবাসেন! এত ভালবাসেন!! কোন উস্তাদ-শাগরিদের এমন গভীর ভালবাসা আমি অন্য কোথাও প্রত্যক্ষ করিনি কখনো। আচ্ছা,আমি কি পারবো, এই ভালবাসার মান রাখতে? জানি না, পারবো কি না। আমাকে যে পারতেই হবে। যে করেই হোক, আমাকে পারতেই হবে। হে মহান আল্লাহ! হৃদয়ের সমস্ত আকুতি-কাকুতি দিয়ে বলছি তোমায়, আমি যেন তাঁর ভালবাসার লাজ রক্ষা করতে পারি। আমায় তাওফীক দাও। শক্তি দাও। সামর্থ দাও।
ওমর ফারুক লাদেন
ব্যবস্থাপক
No comments