চোট লাগলো

চোট লাগলো

     নাজাতুল হক্ব

আজ বিকেলে আমার প্রাণপ্রিয় উস্তায বললেন, তুমি এখন পুষ্পসমগ্র পড়ো। আমি তা না করেগেলাম খেলতে। তখনই পায়ে সামান্য চোট লাগলো। বা'দ মাগরিব মাদরাসায় এসে দেখি, পাটা অনেকখানি ফুলে গেছে। আমি আর হাঁটতে পারছি না।খুব কষ্ট হচ্ছে। বড়দের কথা না মানলে তো এমনটাই হবার কথা।



No comments

Powered by Blogger.