স্নিগ্ধ সকালের টুকরো কথা
স্নিগ্ধ সকালের টুকরো কথা
২২/০৯/১৯ইং শনিবার
সকালবেলা সূর্য উদিত হল আকাশের পূব দিগন্তে। পাখিগুলো কুচির মিচির ডাকছে। আর বলছে, সকাল হয়েছে! সকাল হয়েছে!! মুমিন - মুসলমানরা দলে দলে মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে। নাস্তার সময় দোকানীরা নাস্তা তৈরি করছে বড় আনন্দ চুত্তে। দিনের শুরুতেই তাঁতে ক্রেতা- বিক্রেডতায় অপূর্ব মিলন ঘটছে। ছোট ছোট মেয়ে- ছেলেরা তাদের ব্যাগভর্তি বই কাঁধে নিয়ে বিদ্যালয়ের দিকে ছুটছে। পল্লী-গাঁয়ের, কৃষক-চাষীরা তাদের লাঙ্গল -জোয়াল নিয়ে ছুটছে শিশির ভেহা ফসলী মাঠের দিকে। আর খানিক বাদে সূয্যি মামা হেসে উঠছে ভোর সকালে তার প্রখর রোদ বিলিয়ে ।
মো.সাইফুল ইসলাম ফারুকী
সহকারী সম্পাদক
সহকারী সম্পাদক
No comments