শান্তি দুয়ার

  
   

    শান্তি দুয়ার

                      আব্দুল্লাহ্ আল মাহমুদ


এলো দূর হতে দূর দেশান্তরে মোর কাছে,
আজি মুক্ত হাওয়ায় শীতল দোলায় প্রান বাচে।
এলো অকাতরে যার শান্তি দুয়ার
ভৎর্সনা করে কষ্ট নাহার
উষ্ণ ছায়ার আভাময়ী বিভা যার হতে আজ মোর কাছে
আজ মুক্ত হাওয়ায় শীতল দোলায় প্রান বাচে।

করো গুনগান সবে মহান মহৎ তার তরে,
আজি উষ্ণ  জগৎ উদ্ভব সদা যিনি করে ।
দিলো শান্তির বানী তব দ্বাবে
আজি রচিল মহা ভবটারে
যার অবিরাম তরে শান্তির বারি ঝরছে মোদের শির তবে,
আজি উষ্ণ  জগৎ উদ্ভব সদা যিনি করে।
তরে শুকরিয়া করি মহান প্রভূর দরবারে,
যিনি মোদের  পরে দিলেন দয়া ভরা পাড়ে ।
যার নিয়ামতের আলোকধারা
জ্বলছে মোদের অঙ্গসারা
ভোগ-বিলাস আজ হচ্ছে সাদা চলছে মহা তোলপাড়ে।
যিনি মোদের তরে দিলেন দয়া ভরা পাড়ে ।

No comments

Powered by Blogger.