সাধনা

  

    সাধনা

                    আব্দুল্লাহ আল মাহমুদ
  

 করি সত্যের সাধনা
         এগিয়ে যাবো মোরা
           পিছিয়ে রবো না,
করি সত্যের সাধনা,মোরা
   করি সভ্যের সাধনা।
বাতিলের উৎসুক রব
ধ্যানি মোরা গুনগুন যতসব,
             গড়ি মোহন ত্যাগের ধারক মোরা
                      আনমনা করি যত না ।

            করি সভ্যের সাধনা, মোরা
                করি সত্যের সাধনা ।
অভিনব ফেতনার দ্বার
                     অগ্রে তুলি মোরা হুংকার
ছিদ্র হতে  ক্ষুদ্রতর
                           দ্বার আছে তার কত না!
                        ধ্বসি সব মোরা তার কত না!
  করি সত্যের সাধনা, মোরা
   করি সভ্যের সাধনা ।
    অন্ধ কালো কৃষ্ণ আঁধার
আর বর্ধিতে দেব না।
করি সত্যের সাধনা, মোরা
করি সভ্যের...........


No comments

Powered by Blogger.