চিটি-পত্ত


                 

০আসসালামু আলাইকুম, সম্পাদক ভাইয়া!
কেমন আছেন? আশা করি ভাল আছেন।
০০ তোমার আশা বড় সুন্দর! ভাল থাকার আশা ভাল মানুষেরাই করে থাকে

০ভাল থাকবেন নাই বা কেন?
০০ যাক বাবা! আজকাল লোকে ও প্রশ্নও করে, আমার জানা ছিল না।

০আল্লাহ মেহেরবানী করে এত সুন্দর সকালের দৃশ্য দান করেছেন আমাদের জন্য!
০০ তা অবশ্য মন্দ বলোনি। এজন্য বুঝি মামুষ  খারাপ থাকে না। মন কি আর এত কিছু বোঝে? ভাল-মন্দ থাকাটা তো তারই উপর নির্ভরশীল।

০ আচ্ছা সম্পাদক ভাইয়া! আপনি কি কখনো সকালে সূর্যের আগমন লক্ষ করেছেন?
০০ 'লক্ষ্য' তো করেছি। তবে তুমি যে "লক্ষ" লিখছো, সেটা করিনি কখনো। "লক্ষ" হলে টাকা গোনা যায়, কিছু দেখা বা পর্যবেক্ষণ করা ভারি মুশকিল। সেটা করতে হলে "লক্ষ্য" করতে হয়। কেমন!

০ আচ্ছা ,বলুন তো! সকালের সূর্যের রঙ বেরঙের রশ্মিগুলো কত রঙে সাজে?
০০ ক্ষমা করো আমায়। অধমের কাছে অত হিসেব নেইকো বাপু।

০ সম্পাদক ভাইয়া! শুভ্র সকালের এ সুন্দর দৃশ্যটি আপনার চোখের আড়ালে থাকার কথা নয়।
০০ বাহ্যিক দৃষ্টির আড়ালে না থাকলেও অন্তরচক্ষুর আড়ালে তো থেকেই যায়।

০ আমি আপনার থেকে এ সম্পর্কে পত্রিকায় একটিলেখা চাই। যাতে করে আমি সকালের সুন্দর দৃশ্যটি আপনার লেখার অন্তরেই উপভোগ করতে পারি। আপনার শত ব্যস্ততা উপেক্ষা করে হলেও। ভাইয়া! পাবো তো!
০০ লেখার অন্তরে উপভোগ করতে চাইলে যে তোমাকে অন্তর-চক্ষুদ্বয়ও কষ্ট করে খুলে রাখতে হবে। সেটা পারবে তো! প্রতীক্ষায় থাকো। পাবে । ইনশাআল্লাহ!

                                                        মামুনুল হক্ব
                                                    মাদ্রাসাতু উসমান



No comments

Powered by Blogger.