(রোযনামচার ডায়েরি)
আজ এক ছাত্রভাইয়ের রোযনামচা দেখলাম।খুব ভালো লাগলো। তাতে এমন
সুন্দর সুন্দর সাহিত্যপূর্ণ কিছু শব্দ দেখলাম! তন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে
থাকতেই হলো। আমার ছোট্ট মাথায় কিছু বোধগোম্য হলো, আবার কিছু হলো না। ফলে
আমি তাকে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম। বললাম, ভাই! আপনি এমন সুন্দর সুন্দর
শব্দ কীভাবে ব্যবহার করেন? সে বলল, আমার মনে যখন যে ভাবনা আসে, তাই ভালরূপে
লেখায় ফুটিয়ে তুলতে চষ্টা করি। কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আমারও মন চায়
যে, সুন্দর সুন্দর শব্দ সহযোগে রোযনামচার পাতাটাও সুন্দর করে তুলি। কিন্তু
আমি তা পারি না। তবে এখন সুন্দর সুন্দর শব্দে মনের ভাব ফুটিয়ে তোলার
পরিপূর্ণ চেষ্টা করবো।ইনশাআল্লাহ!
No comments