গল্পের শহরে শিক্ষার বহর

গল্পের শহরে শিক্ষার বহর

           মুহা: খাইরুল ইসলাম

মাদরাসায় এখন ইমতিহান চলছে। আজ সকালে ইমতিহান শেষে বাসায় গেলাম।  বা'দ জোহর দুপুরের আহারকার্য  সমাধাপূর্বক মাদরাসায় ফিরলাম। কামরায় এসে বসতে না বসতেই এক ছাত্রভাই মারফতে হুজুর আমাকে তলব করলেন। উঠে গিয়ে হুজুরের কামরায় ঢুকতেই হুজুর বলে উঠলেন, খায়ের! পানি নিয়ে এসো। বোনের জন্য সিটি হাসপাতালে নিতে হবে। আমি এক দৌড়ে বাসায় চলে গেলাম। আর ক্ষণকাল পরেই হুজুরের কাছে এক বোতল বিশুদ্ধ পানি হাতে ছুটে এলাম। হুজুর বললেন, চল। আমি আমার বাক্সে রাখা রুমালটি হাতে নিয়ে হুজুরের কদম অনুসরণ করতে লাগলাম। অত:পর ধীরে ধীরে মাদরাসার গেট পার হলাম।

                          মাদরাসাতু উসমান
                    মোহাম্মাদপুর, ঢাকা - ১২০৭

No comments

Powered by Blogger.