শহিদের বাংলাদেশ মাহদী হাসান লাখো শহিদের রক্তে কেনা স্বাধীন বাংলাদেশ, এই দেশেতেই জন্মেছি আমি গর্ব আমার বেশ। শস্য শ্যামল ঘাসে ঘেরা মোদের বাংলাদেশ, কৃষক যাতে ফসল ফলায় সোনালী ধান অশেষ। তোমার দেশে জন্মে মাগো ধন্য আমি বেশ, তাই সালাম জানাই তাঁদের যারা গড়লো আমার দেশ।
No comments