তৃপ্ত অনুভূতি

তৃপ্ত অনুভূতি

৩-৩-২০১৯ ইং রোজঃ-রবিবার

অন্তরে খুশি যেন উপচে পড়ছে। কারণ, ইতিমধ্যেই আমাদের মাসিক অনলাইন পত্রিকা "আল-ইত্তেহাদ" এ প্রায় ১২/১৩ জনের মতো সদস্য যুক্ত হয়ে গেছে। মাত্র ৩দিনে। এতো তাড়াতাড়ি এমন সাড়া পাবো ঘুপাক্ষরেও তা ভাবিনি।  তাই অন্তরের তৃপ্ত অনুভূতি প্রসান্তি প্রাপ্তি তো ভরে উঠেছে। তা ছাড়া ভালো কাজে ভাল মানুষেরা তো সাড়া দিবেই। এখনো ভর্তি অব্যহত রয়েছে। হে আল্লাহ! আপনি আমাদের এই মহৎ উদ্দ্যেগ কবুল করুন এবং আমাদের যাবতীয় বিষয়ে আপনি গায়েবী সাগায্য দান করুন। আমিন।

                                                              ওমর ফারুক লাদেন
                                                                      ব্যবস্থাপক

No comments

Powered by Blogger.