চুড়ান্ত লড়াই


চুড়ান্ত লড়াই

 আব্দুল্লাহ আল মাহমুদ

আজ থেকে প্রায় ১৩ শত বছর পূর্বের ইসলামী ঐতিহ্যের কিংবদন্তী এক সৈনিক।  জান-বাজ এক লড়াকু মুজাহিদ । বাতিলের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টিকারী সফল এক বিজেতা । ১৭ বছরের এক তরুণ দুধর্ষ রণনৈপূন্যতাপূর্ণ    তেজোদীপ্ত সিপাহ সালার । একটি সাধারণ      নবজাতক শিশু তার শৈশব কাটায় বিভিন্ন  খেলনার সরঞ্জামাদি দিয়ে খেলা করে । অথচ   তাঁর শৈশব কাটে তীর চালনায়, তলোয়ার প্রদর্শণ ও অশ্ব -পৃষ্ঠারোহী হয়ে । ফলে কিশোর থাকাককালীন সময়েই তিনি যুদ্ধ-বিদ্যায় ও রণ নৈপূণ্যতায় পারদর্শী হয়ে ওঠেন ।  যার মারফতে ভারতবর্ষ থেকে অন্যায় - অত্যাচার,
নির্যাতন - নিপীড়ন,  মারামারি -কাটাকাটি খুন,লুটপাট, ধর্ষণসহ সব রকমের কুকর্ম ও নিকৃষ্ট কর্মকান্ডগুলোকে সমূলে দুমড়ে মুচড়ে নিষ্পেষিত ও নিবৃত করেছিলেন।  নিজের সম আচরণ ও সচ্ছ চরিত্রের মারফতে ভারতবর্ষের হাজার ও মানবজাতির মন জয় করে নিয়েছিলেন । পৌত্তলিক জাতির  সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারী কর্মচারী, রাজ- দরবারের আমাত্যগন ও
পৌত্তলিকবাদে বিশ্বাসী রাজা - বাদশাহ সহ মন্দিরের পুরোহিত ও পন্ডিতগনও তার হাত ধরে ইসলামের সুশীতল ছায়ার আশ্রয় গ্রহণ করে ।  "মোহাম্মদ বিন কাসেম " নামে এ তরুণ  উম্মাহর পথ-প্রদর্শক রুপে আর্বিভূত হয়েছেন ।
                                            (চলবে)........

No comments

Powered by Blogger.